Logo
Logo
×

রাজনীতি

আমাদের স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার: ছাত্রশিবির সভাপতি

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

আমাদের স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার: ছাত্রশিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ২৪ এর আন্দোলনে ২ হাজারের মতো ছাত্র-জনতা শহিদ হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। যার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। তবে ছাত্র-জনতার ওপর অস্ত্র ব্যবহার করা হয়েছে রাষ্ট্রের সমস্ত শক্তি দিয়ে। 

তিনি বলেন, আমাদের স্বপ্ন হলো নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। আমাদের স্বপ্ন হলো ফ্যাসিবাদ ও দাসত্ব্যের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না, মানুষ স্বাধীনভাবে তার মতটাকে এবং জীবনটাকে গড়ে তুলবে। এ রকম একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি।

বৃহস্পতিবার টাঙ্গাইলের শিল্পকলা অ্যাকাডেমিতে ছাত্রশিবিরের নবীন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, গত কয়েক দিনের ঘটনায় চট্টগ্রামের ইসকন কিংবা ঢাকায় ছাত্রদের দুপক্ষ বানিয়ে তাদের রাজপথে নামিয়ে সংঘাত সৃষ্টি করে দেওয়া এটি হলো আধিপত্যবাদীদের সৃষ্টি। আমরা আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তত রাখতে চাই।

ছাত্রশিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, ছাত্রশিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ প্রমুখ।

ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম