‘জোয়ারের পানির মত মানুষ জামায়াতে যোগ দিচ্ছে’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, লোকে বলে ৫ই আগষ্টের পর থেকে নাকি জোয়ারের পানির মতো মানুষ জামায়াতে যোগ দিচ্ছে।
শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে (বিজয় মেলা মাঠ) কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা বিগত প্রায় দেড় যুগ ধরে কথা বলতে পারিনি। ইসলামের সুমহান আদর্শকে মানুষের মাঝে তুলে ধরতে পারিনি। এখন মানুষ ইসলামের সৌন্দর্য দেখে ইসলামী আন্দোলনের ছায়াতলে আসছে। এটা জামায়াতে ইসলামীর কোন কৃতিত্ব নয় বরং এটা মহান আল্লাহর রহমত। এটা ইসলামের কৃতিত্ব। শহিদ মীর কাসেম আলী, শহিদ রফিক, শহিদ সাদের রক্তের এই মানিকগঞ্জেও ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ।
সাবেক এই সংসদ সদস্য আরও বলেছেন, যে ছাত্র-জনতা মা-বাবাকে, স্ত্রী-সন্তানকে, আপন জনকে কাঁদিয়ে অকাতরে দেশের জন্যে জীবন দিয়েছেন তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। একটি বৈষম্যহীন আদর্শ রাষ্ট্র কায়েম করেই তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আসুন আমরা একটি তাকওয়া ভিত্তিক আর্দশ রাষ্ট্র কায়েমের জন্যে এক সাথে কাজ করি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্যে আমাদের নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা সবাইকে নিয়েই সুন্দর একটি বাাংলাদেশ গড়ব।
সম্মেলনে জেলার হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। মানিকগঞ্জের ইতিহাসে জামায়াতে ইসলামীর এতো বড় কোন সমাবেশ কখনও অনুষ্ঠিত হয়নি।