ঢাকায় ২৭ নভেম্বর গণতন্ত্র মঞ্চের সমাবেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:৩৭ এএম
বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বিশেষ কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না- এমন পর্যবেক্ষণ গণতন্ত্র মঞ্চের নেতাদের। তাঁরা বলেন, অত্যাবশ্যক খাদ্যপণ্য এখনো স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তাই জনজীবনের সংকট সমাধানের দাবিতে ২৭ নভেম্বর সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ।
সোমবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।
গণতন্ত্র মঞ্চের বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপগুলো নিয়েও আলোচনা করেন মঞ্চের নেতারা।
বৈঠকের পর গণতন্ত্র মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতিকে বেসামাল হিসেবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বিশেষ কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না। অত্যাবশ্যক খাদ্যপণ্য এখনো স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করা বা কমিয়ে আনা হয়েছে, খুচরা বাজারে তারও কোনো প্রভাব নেই।
বৈঠকের প্রস্তাবে বলা হয়, পুরোনো মুনাফাখোরেরা বাজার নিয়ন্ত্রণে এখনো বহাল। প্রস্তাবে তাদের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া টিসিবির তৎপরতায় জোগান বৃদ্ধি ও অভাবি পরিবারগুলোকে নগদ অর্থ দেওয়ার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয়, বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে দেশে ডেঙ্গু পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বৈঠকে দেশের স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়। জরুরি সেবা খাতে মনোযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।