২৪ বছর পর বাগেরহাটে কর্মী সম্মেলনে ছাত্রশিবির সভাপতি
ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম
বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনও নিয়মিত বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে ছাত্রশিবিরের কর্মীদের আন্দোলনের দাওয়াত ছাত্র-জনতার কর্ণকুহরে পৌঁছে দিতে হবে।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ২৪ বছর পর বাগেরহাট জেলা ছাত্রশিবিরের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের কর্মীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার মধ্য দিয়ে আরেকটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে দেশে থাকবে কেবল ন্যায় ও ইনসাফ।
বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি ইকবাল হোসেন, মনজুরুল হক রাহাত, কেন্দ্রীয় ছাত্রশিবিরের কলেজ সম্পাদক শফিউল্লাহ খান, সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক এনামুল কবির, ছাত্রশিবিরের খুলনা মহানগরের সাবেক সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ।