রাশেদ খান
আওয়ামী সুবিধাভোগী কাউকে নির্বাচন কমিশনার হিসেবে মানা হবে না
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম
নির্বাচন কমিশনারদের নামের প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ বিভাগে এ তালিকা জমা দেন।
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এবারের নির্বাচন কমিশন হতে হবে আন্তর্জাতিক মানের। নির্বাচনও হতে হবে পৃথিবীর ইতিহাসের সেরা নির্বাচন। দলীয় লেজুড়বৃত্তি করা কাউকে বা অতীতে ছাত্ররাজনীতি করেছে বা আওয়ামী সুবিধাভোগী কাউকে নিয়োগ দেওয়া যাবে না।
তিনি বলেন, এমন বাংলাদেশ আমরা চাই না, যেখানে গণতন্ত্রের জন্য বারবার জীবন দিতে হবে। এইবারও শেষ রক্ত ও জীবন দান। এখন থেকে গণতন্ত্রের চর্চা করতে হবে। নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন করতে হবে। কোনো দলের আনুগত্য নির্বাচন কমিশন করতে পারবে না।
রাশেদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন কমিশনার করা হয় না। আমরা এবার প্রস্তাব রাখছি অন্তত একজন শিক্ষককে নির্বাচন কমিশনার করা। দলগুলোর মধ্যে থেকে যে নামগুলো কমন তাদের গুরুত্ব দিতে হবে। এমন যেন না হয়, একটি গোষ্ঠী বা দল যে তালিকা দিয়েছে বা পূর্ব থেকেই নির্ধারিত ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করা হয়েছে। তাহলে কিন্তু আমরা মানবো না। আমরা চাই একটি স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ নির্বাচন কমিশন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আরিফ তালুকদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বেলাল হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।