Logo
Logo
×

রাজনীতি

‘আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম

‘আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব’

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা হবে। সবার ভালোবাসার কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।

তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। সকল স্তরে আইনের শাসন যথাযথভাবে প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, বিশৃঙ্খলা, নৈরাজ্য ও দুর্নীতি দূর করা সম্ভব।

রোববার দুপুরে মাদারীপুর জেলা শহরের নতুন বাস স্ট্যান্ডে জাকের পার্টি আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

শামীম হায়দার বলেন, আইনের শাসন না থাকলে সবল-দুর্বল, ধনী-দরিদ্রের ব্যবধান বাড়ে। মায়া, মমতা, সহমর্মিতা, ন্যায় বিচার ও নীতি আদর্শ লোপ পায়।

এতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সভাপতি আসাদ আকন। সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী, কেন্দ্রীয় সদস্য মহুয়া সুলতানা লাভলিসহ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম