Logo
Logo
×

রাজনীতি

গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন জরুরি: যুবদল সা. সম্পাদক নয়ন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:১২ পিএম

গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন জরুরি: যুবদল সা. সম্পাদক নয়ন

জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, জনগণের ক্ষতি হয় কিংবা জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয় এই ধরনের সব কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। 

রোববার দুপুরে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।

যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, নিজের সামান্য স্বার্থকে প্রাধান্য দিয়ে ’২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। মনে রাখতে হবে, বিএনপি গণমানুষের দল, কেউ অন্যায়-অনিয়ম, দলীয় শৃঙ্খলাভঙ্গ করলে পার পাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনার বাইরে যাওয়া যাবে না।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন জরুরি। একটা রাষ্ট্রের টেকসই গণতন্ত্র ও ধারাবাহিক উন্নয়নের জন্য সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের বিকল্প নাই। যা ফ্যাসিস্ট হাসিনা ধ্বংস করে দিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম