Logo
Logo
×

রাজনীতি

সংবিধানের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না: গোলাম পরওয়ার

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম

সংবিধানের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা আশা করি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ বর্তমান এ রাজনৈতিক সংকট নিরসন করে প্রশাসন ও নির্বাচন কমিশনে সংস্কারকাজ করে দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। সরকারকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যাবতীয় সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে তার দল। গত ৫ আগস্টের চেতনাকে মূলভিত্তি ধরে জাতিকে ঐক্য বদ্ধ থাকতে হবে বলে। এ গণবিপ্লব কোনো সংবিধান মেনে হয়নি। সংবিধানের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না। 

শনিবার দুপুরে শরীয়তপুর সদর পৌরসভা অডিটরিয়ামে শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ঐকমত্যের ভিত্তিতে সংস্কারকাজ সম্পূর্ণ করতে হবে। একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।  সেটা ৬ মাস হতে পারে, আবার এক বছরও হতে পারে। তবে পুরোপুরি সংস্কার করতে না পারলেও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্রুত সংস্কার করতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আর ৫ আগস্টের গণবিপ্লবই হবে আমাদের জাতীয় ঐক্যেও মূলভিত্তি।  

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে রুকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক কেএম মকবুল হোসাইন, সাবেক জেলা আমির সিরাজুল ইসলাম মুন্সি, মাওলানা খলিলুর রহমান, হাফেজ নুরুল হক, অ্যাডভোকে আজমুল হক প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম