ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ডেমরায় বিএনপির মিষ্টি বিতরণ
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:৪৪ এএম
ছাত্রলীগকে নিষিদ্ধ করায় রাজধানীর ডেমরায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ডেমরা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে স্টাফ কোয়ার্টার এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়।
আনন্দ মিছিল শেষে এক পথ সভায় সেলিম রেজা ও আনিসুজ্জামান বলেন, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক সহ সভাপতি ও ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবীর তত্বাবধানে আমরা ছাত্রলীগ নিষিদ্ধের আনন্দ মিছিল করলাম। বিগত ১৭ বছর স্বৈরাচারি হাসিনা সরকারের আমলে ছাত্রলীগের জুলুম, গুম, খুন, নির্যাতন, ধর্ষণ, সন্ত্রাস, মামলা-হামলা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে অসংখ্য ছাত্র-জনতা শহিদ হয়েছে। তাই এ সকল অপকর্মের দায়ে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় জন্য অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা-৫ আসনের সমন্বয়ক নবী উল্লাহ নবী।
এ সময় ডেমরা থানা ও থানার অন্তর্গত ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মনির হোসেন খান, আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু, নুর হোসেন ভুঁইয়া, মনিরুল ইসলাম তালুকদার, জয়নাল আবেদীন, মো. দুলাল ভূঁইয়া, গোলাম সারোয়ার লিটন, জাকির হোসেন খান, মো. রফিকুল ইসলাম, আবদুল হাই, মো. গরিব উল্লাহ, আবু নোমান বেপাররী, ডা. রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মো মনির মুন্সি, রাসেল খান রাকিব, মো. প্রকাশ হক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ রানা, ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা ও সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন প্রমুখ।