নেতাকর্মীর উপস্থিতি কম
কর্মীসভা না করেই চলে এলেন ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:২৯ পিএম
লক্ষ্মীপুরে ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা স্থগিত করে মঞ্চ ত্যাগ করেছেন কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে আয়োজিত যৌথ কর্মিসভায় এ ঘটনা ঘটে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী মাইক হাতে বড় পরিসরে পরবর্তীতে কর্মিসভার আয়োজনের নির্দেশ দেন জেলা নেতাদের।
এ সময় উপস্থিত ছিলেন- যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।
এদিকে কর্মীদের উদ্দেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা থাকলেও কেউই দেননি। তারা সভাস্থলে এসেছেন, মঞ্চেও বসেছেন; কিন্তু বক্তব্য না দিয়েই বড় পরিসরে আয়োজনের নির্দেশনা দিয়ে তারা সভা স্থগিত করে চলে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ৩ জন সিনিয়র নেতা জানান, লক্ষ্মীপুর বিএনপি অধ্যুষিত জেলা। দলের জনপ্রিয় অঙ্গসংগঠন ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন মাত্র ৫০০ নেতাকর্মী নিয়ে আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের উপস্থিতি কম দেখে সভা স্থগিত করে চলে গেছেন।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, প্রায় ২ হাজার নেতাকর্মী নিয়ে আমাদের সভার আয়োজনের কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে বড় পরিসরে সভার আয়োজন করা সম্ভব হয়নি। আমাদের প্রায় ৫০০ নেতাকর্মী উপস্থিত হয়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে বড় পরিসরে আয়োজন করে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।