Logo
Logo
×

রাজনীতি

‘আমরা মানুষকে মানুষের মর্যাদা দিতে চাই’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:০১ পিএম

‘আমরা মানুষকে মানুষের মর্যাদা দিতে চাই’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মানুষকে মানুষের মর্যাদা দিতে চাই। আমরা দল ও ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞা। 

শনিবার বিকালে নওগাঁ শহরের নওযোয়ান ঈদগাহ মাঠে আয়োজিত জামায়াতের রুকন (সদস্য) সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির।

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, একটা কথা স্পষ্ট করতে চাই। যারা একটা জাতিকে বিভিন্ন ধোয়া তুলে টুকরা টুকরা করে তারা কোনো দিন জাতির মঙ্গল চায় না। এই বিভক্তি আর চলতে দেওয়া যায় না। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার পক্ষে জামায়াতে ইসলামী। 

জামায়াতে ইসলামীকে বাংলাদেশের সবচাইতে মজলুম দল বলে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, সাড়ে ১৫ বছরের শাসনামলে খুন, ধর্ষণ, লুন্টন, অপরাধের একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল আওয়ামী লীগ। আমাদের কলিজার টুকরা নেতৃত্বকে বিচারের নামে প্রহসন করে তারা হত্যা করেছে। আমদের শত শত কর্মীকে হত্যা করেছে। অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে। ঘরবাড়ি ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সব জামায়াতে ইসলামীর কার্যালয় সিলগালা করেছে। আমাদের দলের নিবন্ধন অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে। এ বছরের পহেলা আগস্ট আমাদের দলকে তারা নিষিদ্ধ করেছে। এ বিবেচনায় বাংলাদেশের জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচাইতে মজলুম দল। এর চেয়ে মজলুম দল আর বাংলাদেশে নাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম