আগে রাষ্ট্রের সংস্কার পরে নির্বাচন: ভিপি নূর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৯:২১ পিএম
গাজীপুরের শ্রীপুরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচনের চিন্তাভাবনা করেন।
বুধবার গণঅধিকার পরিষদ শ্রীপুর শাখার আয়োজনে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে পথসভায় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার আহবায়ক পাঠান আজাহারের সভাপতিত্বে মনির মোল্লার সঞ্চালনায় ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফল ভোগ করতে যারা বিভিন্নভাবে বিচারপতি ডিসি এসপি নিয়োগ দিতে প্রতিযোগিতায় নেমেছেন, আপনারা কিন্তু গণহত্যাকারীদের ঠেকাতে পারছেন না। আমাদের জীবন থাকতে গণহত্যাকারী আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে ঠাঁই দেওয়া হবে না। আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠার জন্য ভারতসহ বেশকিছু দেশ উঠেপড়ে লেগেছে।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য দেশের জনগণ আপনাদের ক্ষমতায় বসায় নাই। আপনাদের জনপ্রত্যাশা পূরণের জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।