Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পিএম

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে না

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল নেওয়ার কথা থাকলেও আজ তা করা হচ্ছে না।

সোমবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সকালে শায়রুল কবির জানিয়েছিলেন, ব্যক্তিগত চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বিকেলে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে।

পরে দুপুরে তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ ১৪ অক্টোবর সোমবার বিকাল ৫টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যাবার কথা ছিল- তা স্থগিত করা হয়েছে।  পরবর্তী সিদ্ধান্ত আপনাদের জানানো হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম