Logo
Logo
×

রাজনীতি

বিএনপির ত্রাণ তহবিলে অনুদান দিলেন খালেদা জিয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পিএম

বিএনপির ত্রাণ তহবিলে অনুদান দিলেন খালেদা জিয়া

বিএনপির ত্রাণ তহবিলে অনুদান দিলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বন্যার্তদের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল কমিটির কাছে ২ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ অর্থ হস্তন্তর করা হয়।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত ফান্ড থেকে এই অনুদান দেওয়া হয়েছে। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়া সবার পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, যেকোনো সংকটে খালেদা জিয়াই নেতৃত্ব দিয়েছিলেন, অথচ বিনা কারণে গত ছয় বছর তাকে জনগণ থেকে দূরে রাখা হয়েছে। খালেদা জিয়া সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান দলটির মহাসচিব।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম