Logo
Logo
×

রাজনীতি

১৬ বছর মানুষ পরাধীনতার শেকলে আবদ্ধ ছিল: ফয়জুল করীম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ পিএম

১৬ বছর মানুষ পরাধীনতার শেকলে আবদ্ধ ছিল: ফয়জুল করীম

১৬ বছর মানুষ পরাধীনতার শেকলে আবদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেছেন, বিগত ১৬ বছর যারা শাসন করেছে তারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে। তারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। সর্বত্র জুলুম নির্যাতনের রাজত্ব কায়েম করে রেখেছিল। এখন তাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে আমাদের।

রোববার বিকেলে রাজধানীর আদাবর সুনিবীড় হাউজিং সোসাইটি ৪০ ফিট মেইন রোডে গণহত্যার বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার দাবিতে অনুষ্ঠিতব্য গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, স্বঘোষিত আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন মন্দির ও থানা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সহিংসতার রাজনীতি বিশ্বাস করে না আমার দল। ভারত বাক-স্বাধীনতার নামে হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে।

সংগঠনের আদাবর থানা শাখার সভাপতি সাদেকুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশ প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের সরকারি মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, নগর উত্তর সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম নাইম, যুবনেতা হাফিজুল হক ফাইয়াজ প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম