Logo
Logo
×

রাজনীতি

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

চিকিৎসার সঙ্গে জড়িত সবার নিরাপত্তা দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

চিকিৎসার সঙ্গে জড়িত সবার নিরাপত্তা দাবি

অবিলম্বে চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে জড়িত সবার নিরাপত্তার দাবি জানায়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। 

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ডাক্তার ও চিকিৎসা দেয়া কর্মচারী-কর্মকর্তাদের উপর হামলা হওয়া একটা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর রুটিন করে হাসপাতালে হামলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনা ঘটলো গত ২৭ সেপ্টেম্বর। একজন শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার সাইফা মোহসেনা প্রিমা কে শারিরীক ভাবে লাঞ্চিত করেন রোগীর স্বজনরা।  

একই সময় ইন্টার্ন চিকিৎসক,  নার্স ও অন্যান্য সংশ্লিষ্টরাও লাঞ্চিত হন ও রোগীর স্বজনদের তান্ডবে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একজন নারী চিকিৎসককে এভাবে শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

তিনি বলেন, কোনো রোগীর মৃত্যুই কাম্য নয় এবং একজন চিকিৎসক তার সর্বোচ্চ দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করে তারপরও এরকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে যা গভীর উদ্বেগের। বারবার দাবি ও আন্দোলনের পরও চিকিৎসক ও হাসপাতালে নিরাপত্তা বিধানে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্টরা। এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

এমতাবস্থায় অবিলম্বে  চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে জড়িত সবার নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতারের দাবি জানাই।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম