ছাত্র রাজনীতি নিয়ে ছাত্রদলের সম্পাদককে যে বার্তা শিক্ষার্থীদের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
![ছাত্র রাজনীতি নিয়ে ছাত্রদলের সম্পাদককে যে বার্তা শিক্ষার্থীদের](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/29/nASIR-y-66f9682cd43ea.jpg)
নতুন বাংলাদেশে কেমন ছাত্র রাজনীতি দেখতে চায়, তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷
নিজ দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা জানার উদ্দেশে তিনদিন আগে ১০ দিনের সফরে বরিশাল বিভাগে গিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির৷
রোববার ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে এবং ঝালকাঠি সরকারি কলেজে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনা বসেন তিনি৷
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলের শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে এ উদ্যোগ নিয়েছে ছাত্রদল।
সংলাপকালে শিক্ষার্থীরা আগামীর ছাত্র রাজনীতি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন৷ এসময় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি তারা বন্ধ চান না৷ তবে সুস্থ ধারার ছাত্র রাজনীতি ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির পক্ষে মতামত দেন তারা৷
এছাড়াও বিগত বছরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলের সিট দখল, ইভটিজিং এর মতো ঘটনা আর ক্যাম্পাসে দেখতে চান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আশ্বস্ত করে নাছির উদ্দীন নাছির প্রতিশ্রুতি দিয়ে বলেন, ছাত্রদলের কেউ যদি ভবিষ্যতে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি৷ শুধু ‘তথাকথিত’ বহিষ্কার নয়, প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ছাত্রদলের শীর্ষ এই নেতা।