Logo
Logo
×

রাজনীতি

মাহমুদুর রহমানের জেল কোনোভাবেই মেনে নিতে পারছি না: জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

মাহমুদুর রহমানের জেল কোনোভাবেই মেনে নিতে পারছি না: জামায়াত আমির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

আদালতের আদেশের পর আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিবাদ জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‌‘পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব ড. মাহমুদুর রহমান এর ওপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়। আশ্চর্য! আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাঁকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনোভাবেই তা মেনে নিতে পারছি না। নিকৃষ্ট এই মামলায় তাঁকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেয়া হোক। 

‘তিনি স্বৈরশাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন। স্বৈরাচারের হাতে (আদালত প্রাঙ্গণে) রক্তাক্ত হয়েছেন। দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। জনাব মাহমুদুর রহমান, জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কারণ আপনি একজন বীর।,

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম