জামায়াতের হাতে দেশের স্বাধীনতা সবচেয়ে নিরাপদ: শামসুল ইসলাম
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পিএম
![জামায়াতের হাতে দেশের স্বাধীনতা সবচেয়ে নিরাপদ: শামসুল ইসলাম](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/28/SAMSUL-py-66f82ad086b26.jpg)
ছবি: সংগৃহীত
জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ-সদস্য আ ন ম শামসুল ইসলাম বলেছেন, এদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার সরকার হটিয়েছে। তাই তারা আর কখনোই নতুন কোনো স্বৈরাচার সরকারকে বাংলার মাটিতে মেনে নেবে না। জামায়াতে ইসলামীর কাছেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবচেয়ে নিরাপদ বলে মনে করছে দেশের অধিকাংশ মানুষ।
শনিবার গুঠিয়া বাইতুল ভিউ কমপ্লেক্সে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা শিবিরে বরিশাল মহানগর জামায়াতের ৬ শতাধিক রোকন সদস্য অংশ নেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।