Logo
Logo
×

রাজনীতি

ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের মৃত্যুতে এবি পার্টির শোক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম

ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের মৃত্যুতে এবি পার্টির শোক

মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের সাবেক ফিচার সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

এই মহান ভাষা সৈনিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের সময় অধ্যাপক আব্দুল গফুর ছিলেন ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকার সম্পাদক। তিনি ছিলেন সাদা মনের অত্যন্ত গুণী মানুষ। তিনি একাধারে অধ্যাপনা ও সাংবাদিকতা জীবনে রেখেছেন মেধার স্বাক্ষর। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম