Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীকে অব্যাহতি দিয়েছে দুদক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পিএম

বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীকে অব্যাহতি দিয়েছে দুদক

২০১৮ সালে করা অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে অব্যাহতি দিয়েছে দুদক।

বুধবার (৪ সেপ্টেম্বর) মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে বিএনপি সরকারের আমলে অন্তত ৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে দুদকে। এরপর ২০১৮ সালে মার্চে দুদক অভিযোগের অনুসন্ধান শুরু করে। 

অভিযোগ করা হয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। পরে এ অভিযোগ দুদক অনুসন্ধান করে। তারই অংশ হিসেবে ২০২০ সালে দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দও করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম