Logo
Logo
×

রাজনীতি

যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জি এম কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জি এম কাদের

যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আগের মতই যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন।

বেলা পৌনে ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান ব্রিটিশ হাইকমিশনারের বারিধারা’র বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান সারাহ কুক। আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।

সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ হাইকমিশনার ও জাপা চেয়ারম্যান।  

এ সময় জাপা চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, আগের মতোই যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।  

বৈঠকে জাপা চেয়ারম্যানের সঙ্গে পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম