Logo
Logo
×

রাজনীতি

বিএনপিতে দুষ্কৃতিকারীদের ঠাই নাই: তারেক রহমান 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১১:৪১ পিএম

বিএনপিতে দুষ্কৃতিকারীদের ঠাই নাই: তারেক রহমান 

জনগণের সঙ্গে  সম্পর্কোন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি  আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেছেন, দলের নাম ভাঙ্গিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। বিএনপিতে কোন দুষ্কৃতিকারীর ঠাই নাই।

বৃহস্পতিবার থেকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। 

এ সময় তিনি জনগণকে সঙ্গে  নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম