Logo
Logo
×

রাজনীতি

জামায়াত-ছাত্রশিবির নিষিদ্ধের আদেশ বাতিল হবে কখন?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১০:২৬ এএম

জামায়াত-ছাত্রশিবির নিষিদ্ধের আদেশ বাতিল হবে কখন?

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া প্রজ্ঞাপন গতকাল (মঙ্গলবার) প্রত্যাহার হওয়ার কথা থাকলেও তা আজ প্রত্যাহার হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (২৭ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি। 

তিনি বলেন, আজ দুপুর ১ টার মধ্যে জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার/বাতিল করে গেজেট প্রকাশিত হবে ইনশাল্লাহ।

শিক্ষার্থী-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যই পহেলা আগস্ট সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও  ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা। 

৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে।

সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার পর জামায়াত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম