আ স ম আবদুর রবের নেতৃত্বে জেএসডির ত্রাণ তহবিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৭:৫৩ পিএম
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে জেএসডির ২১ সদস্য বিশিষ্ট একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। রোববার জেএসডির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভায় এই কমিটি গঠন করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আবদুর রবের নেতৃত্বে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চাঁদপুরসহ বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও আর্থিক সহযোগীতা করার জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি ‘ত্রাণ সহায়তা তহবিল’ গঠন করা হয়। সভায় বন্যায় জানমালের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ ও জেএসডির সকল পর্যায়ের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি জেএসডির কেন্দ্রীয় তহবিলে সহায়তা দানের অনুরোধ করা হয়। এছাড়া সভায় জেএসডির স্থানীয় সকল নেতাকর্মীদের দলীয় ও সামাজিক উদ্যোগে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে ত্রাণ কাজে সহযোগীতা করার আহ্বান জানানো হয়।
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় দলেল সিনিয়র সহ সভাপতি তানিয়া রব, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাইনুল রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।