Logo
Logo
×

রাজনীতি

ক্রিকেটে এই অবিস্মরণীয় জয় আমাদের প্রয়োজন ছিল: জিএম কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:৩৯ পিএম

ক্রিকেটে এই অবিস্মরণীয় জয় আমাদের প্রয়োজন ছিল: জিএম কাদের

পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠেই সিরিজের প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় তিনি খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। 

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ক্রিকেটে এই অবিস্মরণীয় জয় আমাদের প্রয়োজন ছিল। খেলার মাঠে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এ অসামান্য নৈপূণ্য দেখিয়েছে টাইগাররা। খেলোয়াড়দের এই লড়াকু মনোভাব দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেবে। 

তিনি আশা প্রকাশ করে বলেন, সিরিজের পরবর্তী টেস্টেও টাইগার ক্রিকেটাররা বিজয়ের এই ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ হবে। 

পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠেই সিরিজের প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম