Logo
Logo
×

রাজনীতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৭:৫০ পিএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘মিরপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে ফলের আড়ত দখল’ শিরোনামে ২২ আগস্ট যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রওশন।

প্রকাশিত সংবাদে একটি মহল ছাত্রদলের সাবেক এ নেতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করছে বলে প্রতিবাদপত্রে দাবি করা হয়েছে।

মিরপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে ফলের আড়ত দখল

এতে আরও বলা হয়, সংবাদে প্রকাশ- ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রওশনের অনুসারী লোকজন ঘটনায় জড়িত ছিল। এমন সংবাদ আমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। দীর্ঘদিন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দেওয়া মিথ্যা মামলায় কারাভোগ করে গত ৬ আগস্ট রাত ৯টার পরে কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে বের হই আমি। ১৫টি বছর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে বেঁচে আছি, এটাই শুকরিয়া। 
খাজা বাণিজ্য ভান্ডারে ফলের দোকানে হামলা-ভাঙচুরে আমার কোনোরকম সম্পৃক্ততা নেই। এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি প্রশ্রয় দেয় না। যদি আমার নাম ভাঙিয়ে এ ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। 

বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির নিয়ম-শৃঙ্খলা মেনে সর্বদা পথ চলার সঙ্গে আমিও একমত। এ মুহূর্তে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দলের একজন কর্মী হিসাবে আমি সর্বদা কাজ করে যাচ্ছি বলেও প্রতিবাদ পত্রে দাবি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম