Logo
Logo
×

রাজনীতি

পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে:  খেলাফত মজলিস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৫:০৪ এএম

পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে:  খেলাফত মজলিস

বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় কর্মসূচি করেন দলটির নেতাকর্মীরা। 

এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন বিষয়ে রুখে দাঁড়াতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, প্রয়োজনে মামলা করতে হবে।

ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না উল্লেখ করে তিনি বলেন, বর্ষাকালে অতিবর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, এটা কোনোভাবেই সুপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। আজকে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারের প্রশাসন, সেনা, নৌবাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়তে হবে।

দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন, আহমদ আলী কাসেমী, জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম