Logo
Logo
×

রাজনীতি

ভারতের পানি আগ্রাসন ও ষড়যন্ত্রের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০১:৪১ এএম

ভারতের পানি আগ্রাসন ও ষড়যন্ত্রের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

ভারতের পানি আগ্রাসন ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে মহানগর খেলাফত মজলিস। 

শুক্রবার বাদ জুমা নগরীর বড় মসজিদ থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। 

এ সময় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল করিম।
বক্তারা বলেন, বাংলাদেশকে কোনোরকম অবহিত না করে হঠাৎ করে ভারত ত্রিপুরায় বাঁধের গেট খুলে দিয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ পানিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। ভারত যে অমানবিকতার পরিচয় দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের এ পানি আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

বক্তারা বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে ঝাঁপিয়ে পড়ার আহবান জানানো হয়। পরে বন্যা কবলিত মানুষের দুরবস্থা থেকে মুক্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম