Logo
Logo
×

রাজনীতি

মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম

মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। একেইসঙ্গে তাদের নামে কোনো লকার সুবিধা থাকলে তা রহিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দিয়েছে। এ নির্দেশনার ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল এবং তাদের দুই কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম