Logo
Logo
×

রাজনীতি

নিজের রাজনৈতিক পরিকল্পনা জানালেন রেজা কিবরিয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০১:২৯ পিএম

নিজের রাজনৈতিক পরিকল্পনা জানালেন রেজা কিবরিয়া

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে সুষ্ঠু নির্বাচন। আর সেই নির্বাচন সামনে রেখে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার। যুগান্তরের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজের রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেছেন গণঅধিকার পরিষদের এই নেতা।

নিজের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে রেজা কিবরিয়া বলেন, ‘আমি অপেক্ষা করব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। যেটা আমি মনে করি কিছু দিনের মধ্যেই হবে। আমি হবিগঞ্জে ফিরে যাব। সিলেটের হবিগঞ্জ-১ আসনে নির্বাচন করার প্রস্তুতি নেব। কেননা জনগণ যেদিকে যায় সেদিকে থাকাটাই শ্রেয়। জনগণের জন্য কাজ করা এবং দেশের জন্য কাজ করার জন্যই তো বিদেশে একটা ভালো চাকরি ছেড়ে চলে এসেছি। সেই সুযোগ যেখানে পাব সেই সুযোগটা নেব।’

এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় ঐক্যফ্রন্ট গণফোরামে যোগ দিয়েছিলেন রেজা কিবরিয়া। পরে সাবেক ডাকসু ভিপি নুরের গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন তিনি। যদিও পরে সেখান থেকে সরে আসেন রেজা কিবরিয়া। তাই প্রশ্ন ছিল— কোন দলের হয়ে নির্বাচন করবেন তিনি।

যেই প্রশ্নের উত্তরে রেজা কিবরিয়া বলেন, ‘আমাদের দলের নামটা পাল্টিয়ে এটাকে গণঅধিকার পার্টি বলা যেতে পারে। সেখান থেকেই আমি নির্বাচন করব। আমরা কার সঙ্গে থাকব বা কার সঙ্গে যোগ দেব, সেটি ভবিষ্যতে পার্টির নেতারা ঠিক করবেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম