Logo
Logo
×

রাজনীতি

দেশবাসীকে সজাগ থাকার আহবান ফয়জুল করীমের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৮:২৮ পিএম

দেশবাসীকে সজাগ থাকার আহবান ফয়জুল করীমের

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান সরকার সমাজে কোনো বৈষম্য রাখবে না আশা করি। স্বৈরাচার হাসিনা অন্যায়ভাবে যাদের জেলখানায় বন্দি রেখেছিল এ সরকার তাদের মুক্তি দেবে, মানুষ এটাই প্রত্যাশা করে।

বুধবার স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, অন্য কোনো দেশ আমার দেশের সংবিধান পরিবর্তন করতে আসবে তা জনগণ মেনে নেবে না। দেশকে দ্বিতীয়বার ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রতিটি মন্দিরে সিসিটিভি স্থাপন করতে হবে। আমরা সব সম্প্রদায়ের লোকেরা একত্রে দেশ গড়তে চাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম, কে এম আতিকুর রহমান ও ড. বেলাল নূর আজিজী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম