![সাম্য ও ন্যায়ের বাংলাদেশ চান আলেম সমাজ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/11/image-836695-1723387596.jpg)
দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার পর আওয়ামী সরকারের পতন হলেও পরাজিত শক্তি এখনো দেশে শান্তি বিনষ্ট করতে মরিয়া হয়ে আছে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
এমন পরিস্থিতিতে দেশের সব নাগরিককে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলেম সমাজের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে রোববার ‘অন্তর্র্বর্তীকালীন সরকার : কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক মতবিনিময় সভায় আলেম সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, খেলাফত মজলিশের প্রতিনিধি মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, ড. মাও. ওবায়দুল কাদের নদভী, মাওলানা আতাউল্লাহ আমীন, মজলিসুল মুফাসসিরীনের মাওলানা ফখরুদ্দীন, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ, মাওলানা আবদুল আখির, সৈয়দ মো. হাসান আজহারী।
এছাড়া কবি মূসা আল-হাফিজ, সাংবাদিক জোবায়ের হোসেন, লেখক রুহুল আমীন সা’দী, মাওলানা মোস্তফা রাহিম আজহারী, মাওলানা আবদুল হাই মো. সাইফুল্লাহ প্রমুখ।
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদের পতন ও সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের সর্বক্ষেত্রেই গণমানুষের ক্ষোভ রয়েছে। তাই দেশের আইন, বিচার, সংসদ, প্রশাসন, অর্থ, শিক্ষা, শিল্প ও দেশ পরিচালনার প্রতিটি ক্ষেত্রেই আমরা সাম্য ও ন্যায়বিচারের বাংলাদেশ চাই।