Logo
Logo
×

রাজনীতি

শহিদ সাবুরের পরিবারকে অনুদান দিল জামায়াত

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৭:০৯ পিএম

শহিদ সাবুরের পরিবারকে অনুদান দিল জামায়াত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হওয়া আস-সাবুরের পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামি।

শুক্রবার বাদ মাগরিব মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় শহিদ আস-সাবুরের বাসায় তার পিতা এনাব নাজেজের হাতে অনুদানের এ অর্থ তুলে দেন জেলা জামায়াতের আমির খ. ম আ.রাকিব।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের দায়িত্বশীল আবু শিহাব, থানা জামায়াতের আমির আ.আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

শহিদ আস-সাবুরের বড় ভাই রিজওয়ান, সাংবাদিক ও পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। 

গত সোমবার ৫ আগষ্ট সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে শহিদ হন মেধাবী ছাত্র আস-সাবুর। 

আস-সাবুর (১৫) আশুলিয়া জামগড়া শাখার শাহীন ক্যাডেট স্কুলের ১০ম শ্রেণির মেধাবী ছাত্র এবং মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকার এনাব নাজেজ ও রাহেন জান্নাত ফেরদৌসী দম্পত্তির ছোট ছেলে এবং মরহুম গিয়াস চৌধুরীর নাতি।

বুধবার সকালে মহাদেবপুর ডাকবাংলো মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে তারা কেন্দ্রীয় কবরস্থানে এসে শহিদ আস-সাবুরের কবর জিয়ারত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম