Logo
Logo
×

রাজনীতি

ছাত্র গণঅভ্যুত্থান জাতীয় মুক্তির সূচনা করেছে: আ স ম রব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১০:৩৭ পিএম

ছাত্র গণঅভ্যুত্থান জাতীয় মুক্তির সূচনা করেছে: আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ছাত্র গণঅভ্যুত্থান নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে জাতীয় মুক্তির সূচনা করেছে। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রশ্নটি সমগ্র দেশজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। ছাত্র গণঅভ্যুত্থানের মূল শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিপ্রায় অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ায় অভ্যুত্থানের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। 

শুক্রবার উত্তরায় আ স ম আবদুর রবের বাসায় ছাত্র গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দলীয় সংগঠকদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ ও গণবিদ্রোহ বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক রাষ্ট্র পুনর্নির্মাণ ও পুনর্গঠনের অধিকতর সুযোগ এনে দিয়েছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন গঠিত সরকারকে রাষ্ট্র রূপান্তরের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে। 

সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এই মুহূর্তে প্রত্যেক গ্রামে, শহরের প্রত্যেক এলাকায়, প্রতিটি কারখানায় আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সব শক্তির সমন্বয়ে সংগ্রাম কমিটি গড়ে তুলে রাষ্ট্র রূপান্তরের প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।

এ সময় তানিয়া রব বলেন, আন্দোলনকারী শক্তিকে সংগঠিত করে রাজনৈতিক ময়দানে জনগণের সপক্ষে অবস্থান গ্রহণ করার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে নতুন শক্তির উদ্ভব হবে; যা হবে রাষ্ট্র রূপান্তরের মূল শক্তি।

আরও বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট কেএম জাবির, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মোশারেফ হোসেন মন্টু, এসএম সামছুল আলম নিক্সন, কামাল উদ্দিন মজুমদার সাজু, আব্দুল মান্নান মুন্সী, কামরুল আহসান অপু প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম