Logo
Logo
×

রাজনীতি

সন্ত্রাসী-দুর্নীতিবাজদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে: ইসলামী আন্দোলন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১১:১০ পিএম

সন্ত্রাসী-দুর্নীতিবাজদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে: ইসলামী আন্দোলন

দ্রুত ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ চিহ্নিত দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর সঙ্গে ৯ দফা প্রস্তাব ও দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। 

বুধবার দুপুরে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন দলটির আমির ও চরমোইন পির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, অনতিবিলম্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় এমন সব রাজনৈতিক দল, পেশাজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক্রমে অনূর্ধ্ব ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্র্বতীকালীন সরকার গঠন করতে হবে। যার মেয়াদ ছয় মাসের বেশি হতে পারবে না। 

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচার করতে হবে। একই সঙ্গে গত ১৬ বছরে সংগঠিত সব রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্তসাপেক্ষে নিহত-আহত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যেসব ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে, তাদের রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

চরমোনাই পির বলেন, স্বৈরশাসনের অবসান হয়েছে। এখন সময় দেশ গড়ার। এখন সময় সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ নির্মাণের। গত ১৯ জুলাই আমরা পরিষ্কার দাবি জানিয়েছি যে, সরকারের পদত্যাগই একমাত্র সমাধান। শুরু থেকেই নানা মাত্রায় ও নানাভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এ আন্দোলনে অংশ নিয়েছে। আমাদেরও অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন।

এ সময় কয়েকটি প্রস্তাব তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, তদন্তসাপেক্ষে দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। গত ১৬ বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগসহ প্রজাতন্ত্রের যেসব কর্মচারী আইন, সংবিধান ও শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা-চেতনা ও অনুভূতির বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে।

৯ দফা দাবি আদায়ে শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেটে বিশাল গণজমায়েত করবে দলটি। পর্যায়ক্রমে বিভাগ ও জেলা শহরে সমাবেশের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম