Logo
Logo
×

রাজনীতি

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ছেড়ে দেওয়া হয়েছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০২:৩০ পিএম

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ছেড়ে দেওয়া হয়েছে

গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নিয়ে যাওয়ার পর আবার ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে নিয়ে যায় ইউনিফর্ম ছাড়া একদল ব্যক্তি। রাত সাড়ে দশটার দিকে তাকে আবার বাসার কাছাকাছি পৌঁছে দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।

বিন ইয়ামিন মোল্লা বিবিসি বাংলাকে বলেন, আমি নামাজ পড়ছিলাম, এর মধ্যে সাত আটজন আমাকে ঘিরে ফেলে এবং বলে যে এখনই তাদের সাথে যেতে হবে। তাদের কারো কোনো ইউনিফর্ম ছিল না, জানতে চাইলে কেউ পরিচয়ও বলেনি। পরে তারা আমাকে এক প্রকার জোর করেই কালো কাঁচে ঘেরা একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

কোটা সংস্কার আন্দোলনে তার ভূমিকা কী, সহিংসতায় তার কোনো সম্পৃক্ততা আছে কি না এমন নানা বিষয়ে প্রশ্ন করা হয় বলে জানান তিনি।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তরফে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম