শান্তিপূর্ণ সমাধানের আহ্বান চরমোনাই পিরের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম
ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পির বলেছেন, স্থাপনা ধ্বংসের চেয়ে মানুষের জীবনের দাম হাজার গুণ বেশি মূল্যবান। গ্রেফতার ও নির্যাতনের পথ পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে ছাত্রসমাজের দাবি মেনে নিয়ে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
চরমোনাই পির বলেন, আপিল বিভাগের রায়ের পর সংসদে উত্থাপন না করে কোটা নিয়ে প্রজ্ঞাপন জারি শুভঙ্করের ফাঁকি ছাড়া কিছুই নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যান্য দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।