কমপ্লিট শাটডাউনে ১২ দলীয় জোটের পূর্ণ সমর্থন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১১:৩৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিদ্যাপীঠে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর চড়াও হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ১২ দলীয় জোট।
আজ এক বিবৃতিতে ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আগামীকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দেশবাসীকে আহবান করেন।
এবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
তিনি বলেন, আজকে একটি ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ বেআইনিভাবে যৌক্তিক দাবিকে যেভাবে দমন পীড়ন ও রক্তের হোলি খেলায় মেতেছে, এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো।
বিবৃতিতে স্বাক্ষর করেন জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, আত্নীয় গণতান্ত্রিক পার্টি জাগপা‘র সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান ও প্রগতিশীল জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।