ফেসবুকে পদত্যাগ ঘোষণা ছাত্রলীগ নেতাদের, যা বললেন সভাপতি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৬:১৮ পিএম
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ফাইল ছবি
কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সোমবারের হামলার ঘটনার পর ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠন থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন।
মঙ্গলবার নেতাকর্মীদের পদত্যাগ ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি জানিয়েছেন, তারা যাচাই–বাছাই করছেন। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি। এর বেশি কিছু বলতে চাননি ছাত্রলীগ সভাপতি।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক গ্রুপে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বর্জনের ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন রাবি ছাত্রলীগ সম্পাদক, লাপাত্তা সভাপতি
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেওয়া নেতাদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী ঈমাম জুয়েল, সাহিত্য সম্পাদক রূপক কুমার নায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার বিজ্ঞানবিষয়ক উপসম্পাদক জেবা সায়ীমা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সহসভাপতি গাজী মো. আবদুল মান্নান ও হাসিবুল হাসান, রোকেয়া হল শাখার সহসভাপতি তামান্না রহমান, শামসুন নাহার হল শাখার পাঠাগারবিষয়ক উপসম্পাদক ইসরাত জাহান সুমনা এবং ফজলুল হক মুসলিম হল শাখার সদস্য আবদুল্লাহ আল মুবিন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক গ্রুপে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বর্জনের ঘোষণা দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২৪তম ব্যাচ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২৮ ব্যাচ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫ ব্যাচসহ বিভিন্ন গ্রুপ এমন ঘোষণা দেয়।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের খবর ভাসছে। সেখানে ডজনখানেক ঢাবি ছাত্রলীগ নেতার পদত্যাগী পোস্টের কথা জানা গেছে।