Logo
Logo
×

রাজনীতি

সরকারি কর্মচারীদের দুর্নীতি বৃটিশ লুটেরাদের হার মানিয়েছে: এবি পার্টি 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৮:৫৫ পিএম

সরকারি কর্মচারীদের দুর্নীতি বৃটিশ লুটেরাদের হার মানিয়েছে: এবি পার্টি 

দ্বাদশ জাতীয় সংসদকে জনসমর্থনহীন ডামি সংসদ আখ্যায়িত করেছে বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।  সেই সঙ্গে ডামি সংসদে বাজেট পাশ করায় প্রতিবাদ জানিয়েছে দলটি। 
সোমবার বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানায় দলটি। 

অর্থবিল ২০২৪ প্রত্যাখ্যান করে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ভোট জালিয়াতি ও দেশের সম্পদ লুণ্ঠনকারী সরকারের জনগণের ট্যাক্স খরচ করার এবং বাজেট দেওয়ার নৈতিক কোনো বৈধতা নেই, জনগণ একদিন এই ডামি সরকারের বিচার করবে। 

তিনি বলেন, যাদের বিরুদ্ধে প্রকাশ্যে ভোট চুরি ও দুর্নীতির অভিযোগ, তারা কীভাবে অর্থনৈতিক নীতি নির্ধারণ করতে পারেন? এ সরকারের ল্যাসপেন্সাররা ব্যাংক, শেয়ারবাজার, রিজার্ভ সব খেয়ে ফেলেছে। 

কতজন বাংলাদেশি বিদেশের কারাগারে বন্দি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের মন্ত্রী, এমপি, সচিব ও বিভিন্ন বাহিনীর দায়িত্বশীল পদে যারা আছেন তাদেরকে দায়িত্ব গ্রহণের আগে নিজ নিজ সম্পদের বিবরণী দাখিলের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারি কর্মচারীদের এত জমি, ফ্ল্যাট, ব্যাংক অ্যাকাউন্ট আর নগদ অর্থ তো অতীতে বৃটিশ লুটেরাদের হার মানিয়েছে। 

সোলায়মান চৌধুরী বলেন, আওয়ামী লীগ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সরকারি ক্রয় সম্পর্কিত বিষয়গুলো থেকে শুরু করে প্রতিটি ধাপে এখন এই সরকার দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তিনি প্রতিবছর রাজস্ব বোর্ড কর্তৃক সরকারি কর্মকর্তাদের সম্পদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। 
দলটির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লে. কর্ণেল (অব.) দিদারুল আলম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, এম আমজাদ খান, যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, আহমাদ বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, সদস্যসচিব সেলিম খান, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, শরণ চৌধুরী, ফেরদৌসী আক্তার অপি, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মোল্লা রনি প্রমুখ। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম