
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ এএম
তরুণদের আওয়ামী লীগে যোগদানের আহ্বান ওবায়দুল কাদেরের

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১২:৫৫ পিএম

আরও পড়ুন
দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বেকার তরুণদের কর্মসংস্থানে আওয়ামী লীগ তার নির্বাচনি অঙ্গীকার পূরণ করবে।
শুক্রবার সকালে সংসদ ভবনের সামনে সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারত বিরোধিতার নামে আজ যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে। তিনি আরও বলেন, পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১ এর পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধুকন্যা যা করেন বাংলাদেশের স্বার্থে করেন। স্বার্থ বিকিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যা কোনও বন্ধুত্বে আবদ্ধ হন না।
তিনি বলেন, কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এই সাইকেল র্যালিতে সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।
যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছেন: কাদের