Logo
Logo
×

রাজনীতি

কারানির্যাতনেই মৃত্যু হয়েছে বিএনপি নেতা মাখনের: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৯:২৬ পিএম

কারানির্যাতনেই মৃত্যু হয়েছে বিএনপি নেতা মাখনের: রিজভী

বারবার কারানির্যাতনের কারণেই ভাসানটেক থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার রাজধানীর ভাসানটেকে বাদ আসর মাখনের জানাজায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে মাখনের ওপর সরকারের ভয়াবহ নিপীড়ন চলে। একাধিকবার সে কারানির্যাতিত হয়। বারবার গ্রেফতারের পর পুলিশি নির্যাতনও চলে তার ওপর। কারাগারে তার সঙ্গে দেখা হয়েছিল। তার ওপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল, সে বর্ণনা শুনিয়েছিল।

তিনি বলেন, আজকে তার (মাখন) অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, তারিকুল আলম তেনজিং, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মামুন হাসানসহ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম