'বাংলাদেশে আর কখনও ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না '
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ মে ২০২৪, ১১:০৬ এএম
বাংলাদেশ শিশু কল্যান পরিষদের কনফারেন্স হলে যোগদান অনুষ্ঠান I ছবি: রফিকুল ইসলাম
বাংলাদেশে আর কখনও ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারী |
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার পুনরুদ্ধারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জনগণের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আপসহীন। বাংলাদেশে আর কখনও ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না |
বাংলাদেশ শিশু কল্যান পরিষদের কনফারেন্স হলে সোমবার পিপলস পার্টিতে নতুন রাজনৈতিক নেতাকর্মীদের
যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন |
অনুষ্ঠানে পিপলস পার্টিতে যোগদান করেন তরুন ব্যবসায়ী উদ্যোক্তা আরিফুল ইসলাম, জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান হাওলাদার, জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মো. রইসউদ্দীন,বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন বিজিএর কেন্দ্রীয় মহিলা নেত্রী জেসমিন আক্তার, সবিতা প্রমুখ।
এসময়ে উপস্থিত ছিলেন পিপলস পার্টির কো- চেয়ারম্যান কে আর এম জাফরুল্লাহ চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, এসএম আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ হারুন অর রশীদ,যুগ্ম মহাসচিব সুমন মাহমুদ প্রমুখ।