জেলা সফরে যাচ্ছেন যুবদলের কেন্দ্রীয় নেতারা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৯:৪৭ পিএম
সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে জেলা সফরে যাচ্ছেন বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা।প্রথম পর্যায়ে আগামী ২৪ মে থেকে জেলা সফর শুরু করার কথা রয়েছে। দেশের ৮২ সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে সফর করবে সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি দল।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না যুগান্তরকে বলেন, ‘সংগঠনের নেতাকর্মীদের খোঁজ নেওয়া, পারস্পারিক সম্পর্কন্নোয়ন- এটাই জেলা সফরের মূল জিনিস। সর্বোপরি সংগঠনকে শক্তিশালী করার জন্য এ জেলা সফর। আশা করছি প্রথম পর্যায়ের সফর শুরু করব ২৪ মে থেকে। দেশের ৮২ সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবে।’
এদিকে দেশের ৮২টি সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের সফরসূচি প্রণয়ন ও সফর সফল করার লক্ষ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা হয়। সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় শুক্রবার সন্ধ্যায় এ সভা হয়। এছাড়া রাত ১১টায় জুমের মাধ্যমে সংগঠনের দশটি বিভাগীয় সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতাদের গভীর রাত পর্যন্ত বৈঠক হয়।
শনিবার যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সব বিভাগীয় নেতৃবৃন্দ একতরফা ডামি নির্বাচন পরবর্তী জেলা পর্যায়ে যুবদলের নেতাকর্মীদের উপর স্বৈরাচারী সরকারের জেল, জুলুম, নির্যাতনের ভয়াবহতা এবং বিচারালয় কর্তৃক সরকারের ফরমায়েস অনুযায়ী দলীয় বিবেচনায় নিয়োগকৃত বিচারকদের মাধ্যমে যুবদল নেতাকর্মীরা কিভাবে নিগৃহীত হচ্ছে তা তুলে ধরেন।
এছাড়া চলমান তথাকথিত উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ব্যপারে ব্যবস্থা নেওয়ায় যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদককে নেতারা ধন্যবাদ জানান।
সভায় আগামী ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) ৪৩তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় আরও অংশ নেন- যুববদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ সভাপতি পদ মর্যাদায় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায় সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি রেজাউল কবির পল, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ, রাজশাহী বিভাগের সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, বরিশাল বিভাগের সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিন, সিলেট বিভাগের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল, রংপুর বিভাগের সহ-সভাপতি নাজমুল আলম নাজু, কুমিল্লা বিভাগের সহ-সভাপতি আনোয়ারুল হক, ময়মনসিংহ বিভাগের সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, ফরিদপুর বিভাগের সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরেজ, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক (দপ্তরে সংযুক্ত) নুরুল ইসলাম সোহেল, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়াসহ সকল বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিকরা।
গত ৮ মে থেকে জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিক জেলায় কর্মী সম্মেলন শুরু করেছে। সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সংগঠনটি পর্যায়ক্রমে সব সাংগঠনিক জেলায় কর্মী সম্মেলন করবে। এছাড়া সারা দেশে কর্মিসভা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী কৃষক দলও। এজন্য বিভাগীয় সাংগঠনিক টিমও গঠন করেছে সংগঠনটি। কর্মিসভা সফলে সব জেলা ও মহানগরে কেন্দ্রীয় নেতাদের দলনেতা করে এই টিম গঠন করা হয়।