
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ১০:৫১ এএম
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৯:১২ পিএম

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে আলমগীর সিকদার লোটনকে আহ্বায়ক ও মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। তাদের আগামী ৪ মাসের মধ্যে উপজেলা ও জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন আয়োজন করতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।