Logo
Logo
×

রাজনীতি

নববর্ষ উদযাপন কাটছাঁটে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে: জাসদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ পিএম

নববর্ষ উদযাপন কাটছাঁটে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে: জাসদ

নিরাপত্তার খোড়া অজুহাত তুলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁট করার পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ।

সোমবার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নিরাপত্তার খোড়া অজুহাত তুলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে কাটছাঁট করার পুলিশী নিষেধাজ্ঞা কোন অবস্থাতেই সঠিক সিদ্ধান্ত নয়।

তারা বলেন, ইসলামী জলসার নামে সারা রাত বাংলাদেশের সংবিধান বিরোধী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী, নারী বিদ্বেষী অশ্লীল ভাষণ চলে। তখন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী চোখে ঠুলি, কানে তুলো গুজো বসে থাকে।

তারা আরও বলেন, পহেলা বৈশাখসহ বাঙালি জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, পালা, পর্বণ উদযাপনে নিরাপত্তার অজুহাত দিয়ে সীমিত করা, বন্ধ করার মধ্যে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে।

তারা সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক মোল্লাদের তোয়াজ—তোষণ করার ভ্রান্তনীতি পরিহার করুন।

জাসদ নেতৃদ্বয়, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁটের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অহ্বান জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম