‘রাজনীতিবিদদের থেকে পুলিশের ওসি অনেক পাওয়ারফুল’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম
ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, দেশে এখন নেতৃত্ব থাকলেও রাজনীতি শূন্যতা রয়েছে। বর্তমানে বাংলাদেশে রাজনীতি নেই বললেই চলে। রাজনীতিবিদরা রাজনীতিকে এখন নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফলে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নেই। আমি মনে করি, বর্তমান রাজনীতিবিদদের থেকে পুলিশের ওসি অনেক পাওয়ারফুল।
সম্প্রতি যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাবির এই অধ্যাপক।
আরও পড়ুন: সেই শাহজাহানকে ঈদ উপহার দিলেন তারেক রহমান
ড. আসিফ নজরুল বলেন, পুলিশের শুধু ওসি নয়, এসপিসহ যারা প্রশাসনে আছেন তারা শীর্ষ রাজনীতিবিদ থেকে অনেক পাওয়ারফুল। গোয়েন্দা বাহিনীতে যারা আছেন, তারা কেউ কেউ অনেক পাওয়ারফুল।
তিনি বলেন, সত্যি কথা বলতে এখন দেশ রাজনীতিশূন্য হয়ে গেছে। যদি বিরোধী দলকে স্পেস না দেওয়া হয় আরও খারাপের দিকে যেতে পারে। তাছাড়া ভুয়া নির্বাচনের প্রক্রিয়া অব্যাহত থাকলে আরও দেশের রাজনীতি অবনতির দিকে যাবে বলে মন্তব্য করেন এই রাজনীতি বিশ্লেষক।