আ.লীগের সম্মেলন কবে, জানালেন ওবায়দুল কাদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম
ফাইল ছবি
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালের ২৪ ডিসেম্বর। সেটি ছিল ২২তম জাতীয় সম্মেলন। সম্প্রতি ২৩তম সম্মেলন নিয়ে দলের অভ্যন্তরে গুঞ্জন ওঠে। তবে কখন সম্মেলন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পরিষ্কার করেছেন বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সম্মেলন প্রসঙ্গ উঠে এলে তিনি সে বিষয়েও কথা বলেন।
আরও পড়ুন: কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে বিএনপি: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের আগামী সম্মেলন কখন হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়াদ পূর্ণ হলেই আওয়ামী লীগের সম্মেলন হবে। এটা দল প্রধানের মাথায় আছে।
এদিকে বিএনপিকে নিয়ে ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার ইস্যুতে ব্যর্থ বিএনপি। এখন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে।
কুকি চিন নিয়ে সরকার সতর্ক ও শক্ত অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন, সেখানে যৌথ অভিযান চলছে।