Logo
Logo
×

রাজনীতি

গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা নবী উল্লাহ গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৯:৩৯ পিএম

গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা নবী উল্লাহ গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বলাকা পরিবহণের একটি বাস পোড়ানোর মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

বিএনপি ও সমমনাদের ডাকা হরতাল চলাকালে গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বলাকা পরিবহণে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় এ মামলাটি করা হয়। মামলায় নবী উল্লাহ নবী এজাহারনামীয় এক নম্বর আসামি। মামলার তদন্ত কর্মকর্তা নবী উল্লাহ নবীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নবীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তার গ্রেফতারের বিষয়টি আদালতের প্রসিকিউশন দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। 

বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে ৫ জানুয়ারি দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়। 

অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ৫ জানুয়ারি রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় নবীকে বাস পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হলো।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম